জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ, নেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক যমুনায়
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ঘিরে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার (১০ মে) রাত ৮টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছে উপদেষ্টা পরিষদের একটি দায়িত্বশীল সূত্র।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, রাত ৮টায় উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে যমুনায়। বৈঠক শেষে রাত সাড়ে ৮টায় যমুনার বাইরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানানো হয়।
বিকেলে যশোরের কেশবপুরে একটি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে আজকের এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে আইসিটি অ্যাক্ট সংশোধন সংক্রান্ত অধ্যাদেশের খসড়া নিয়েও আলোচনা হবে।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা স্পষ্ট হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।