আওয়ামী লীগ নিষিদ্ধ চাই", ঝিনাইদহে স্লোগানে মুখরিত বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও গণজমায়েত
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতা। শনিবার (১০ মে) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় গণজমায়েত ও প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। এতদিনেও দলটিকে নিষিদ্ধ না করার কারণ আমরা জানতে চাই। দলটির নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তার না করে ছেড়ে দেওয়া হচ্ছে—যা আইনের চরম অপব্যবহার।”
বক্তারা আরও বলেন, “যদি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তবে আমরা আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনে নামব।”
সমাবেশে জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. এইচ এম মুমতাজুল করিম, ছাত্রশিবির শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজু, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইয়রা এবং সদস্যসচিব সাইদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
আন্দোলনকারীরা ‘ফ্যাসিবাদ নিপাত যাক’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’ স্লোগানে শহরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে দেন।