৫ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা

বিতর্কিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও প্রশাসনে কর্মরত ফ্যাসিস্টের দোসর কর্মকর্তাদের অপসারণের দাবিতে আগামী ১২ মে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থান নেবে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একই দাবিতে তারা ১৫ মে কালো পতাকা মিছিল করবে। শনিবার সংগঠনটির এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়। 

সংগঠনের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় প্রশাসনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত পানিসম্পদ সচিব নাজমুল আহসান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেনসহ ৫ সচিব।

তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হল। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করাসহ পর্যায়ক্রমে তাদের অফিস ঘেরাও করে পদত্যাগ করতে বাধ্য করা হবে। 

এ ছাড়া ১৪টি দাবি বাস্তবায়নের দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সরকার, বিভিন্ন কমিশন/সংস্কার কমিশন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নিয়োগ করা বিদেশি নাগরিকদের নিয়োগ/পদায়ন বাতিল চেয়ে সর্বোচ্চ আদালতে রিট দায়ের; সচিবালয় নিয়োগ বিধিমালা অনুযায়ী সহকারী সচিব (নন-ক্যাডার) এর ফিডার পদে পদোন্নতি যোগ্য প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্য হতে জেষ্ঠতার ভিত্তিতে কমপক্ষে ৩০০টি সুপারনিউমারারী পদ সৃষ্টি করে সহকারী সচিব পদে পদোন্নতি; সচিবালয় ও মাঠ পর্যায়ে কর্মরত সকল নন-ক্যাডার কর্মচারীদের রেশন প্রদান ও বিধিবর্হিভূতভাবে গঠিত জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বদলি ও পদোন্নতি বিষয়ক উপদেষ্টা কমিটি অবিলম্বে বাতিল করা; আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণের পর ফের নিয়োগ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া; ডিসি নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত জনপ্রশাসন সচিব, যুগ্মসচিব আলী আজম ও ড. জিয়াসহ জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।