ফিরোজা থেকে ভাইয়ের বাড়ি, দুই পুত্রবধূকে নিয়ে গেলেন খালেদা জিয়া
পুত্রবধূদের সঙ্গে নিয়ে ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গেছেন ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায়। শনিবার (১০ মে) রাতে গুলশান-২ নম্বরের ওই বাসভবনে যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “বেগম জিয়া আজ রাতে ভাইয়ের বাসায় যান একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে।”
গত ৬ মে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে ফেরার পর থেকে তিনি গুলশানের বাসভবন 'ফিরোজা'-তে অবস্থান করছেন এবং মেডিকেল বোর্ডের পরামর্শে পূর্ণ বিশ্রামে রয়েছেন।
ঢাকায় ফেরার সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান (তারেক রহমানের স্ত্রী) এবং সৈয়দা শর্মিলা রহমান (কোকোর স্ত্রী)। দেশে ফিরে তিনি নিকট আত্মীয়দের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এখনো সীমিত রেখেছেন।