ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ইউনূসের ধন্যবাদ, কৃতজ্ঞতা ট্রাম্পকে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হওয়ায় ভারত ও পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। শনিবার (১০ মে) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেছেন, তাৎক্ষণিকভাবে ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হওয়ার এবং আলোচনায় অংশগ্রহণের জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আন্তরিক প্রশংসা করি। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কার্যকর মধ্যস্থতার জন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে প্রতিবেশী দুই দেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এদিন বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথে ট্রাম্প ‘যুদ্ধবিরতির’ কথা জানান। এরপর ভারতের পক্ষ থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ভারত এবং পাকিস্তান স্থল, আকাশ ও সমুদ্র পথে সব ধরনের ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে। ভারতীয় সময় বিকেল ৫টা থেকে এ ‘যুদ্ধবিরতি’ কার্যকর হচ্ছে।