প্রধান উপদেষ্টার সাধুবাদ, দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়ার অগ্রগতি
ভারত-পাকিস্তান অস্ত্রবিরতিতে সন্তোষ, মোদী-শাহবাজকে সাধুবাদ প্রধান উপদেষ্টা ইউনূসের
চলমান ভারত-পাকিস্তান সংঘর্ষে উভয় দেশের সম্মতিতে অস্ত্রবিরতিতে পৌঁছানোর ঘটনায় দুই দেশের প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। শান্তির পথে এই সাহসী পদক্ষেপ গ্রহণে তারা রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করেছেন।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতা প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের সক্রিয় ভূমিকা এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ছিল।”
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ শান্তি ও সংলাপকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের যেকোনো উদ্যোগকে আমরা সবসময় স্বাগত জানাই।”
এই বিবৃতিকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে স্বস্তির বার্তা দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিরতির ফলে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক স্থিতিশীলতা ও বাংলাদেশের অর্থনীতি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।