যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ

সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গের সুষ্ঠু মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশে রাজনীতি করতে চাইলে পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে।

 

শনিবার (১০ মে) মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এ মন্তব্য করেন।

 

মাহফুজ আলম উল্লেখ করেন, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এবং আবারও ক্ষমা চাইতে রাজি, কিন্তু যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা প্রার্থনা করেনি। তিনি বলেন, গণহত্যার সমর্থনে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া বন্ধ করতে হবে এবং জুলাইয়ের শক্তির সাথে যুক্ত হয়ে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিহার করতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে সুস্পষ্ট অবস্থান নিতে হবে।

 

তিনি আরও বলেন, মুজিববাদী বামদের কোনো ক্ষমা নেই। তিনি অভিযোগ করেন, এই গোষ্ঠী লীগ সরকারের গুম-খুন, শাপলা চত্বরের ঘটনা এবং মোদীবিরোধী আন্দোলনের সহিংসতায় ভূমিকা রেখেছে। মাহফুজ আলম তাদের "থার্টি সিক্সথ ডিভিশন" বলে আখ্যা দেন এবং দাবি করেন, জুলাইয়ের সময় এই গোষ্ঠী নিকৃষ্ট দালালি করেও এখনও শক্ত অবস্থানে রয়েছে।

 

তার ভাষায়, মুজিববাদী বামরা এখনো দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, লীগের এই বি-টিম শিগগিরই পরাজিত হবে, অন্যের সমর্থনে টিকে থাকার দিন শেষ।