তীব্র গরমের পর রাজধানীতে নামলো শান্তির বারিধারা
অবশেষে স্বস্তির বৃষ্টি ঢাকায়, ৬ জেলায় বজ্রাঘাতে নিহত ১৩
টানা তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তি ফিরে এসেছে রাজধানী ঢাকায়। রোববার (১১ মে) রাত সোয়া ৮টার দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর আগে সন্ধ্যার পর থেকেই ঝোড়ো ঠান্ডা বাতাস বইতে থাকে, আকাশে গর্জন আর বিজলি চমকাতে দেখা যায়।
বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরলেও দেশের অন্য প্রান্তে বজ্রঝড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। ঝড় ও বজ্রাঘাতে অন্তত ৬টি জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। শুধু ব্রাহ্মণবাড়িয়াতেই প্রাণ হারিয়েছেন শিশুসহ ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এই প্রচণ্ড গরমে মানুষ যখন হাঁসফাঁস করছিল, তখন বৃষ্টি কিছুটা হলেও আরাম দিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কিছু এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।