বাহরাইনের বিসিসিআই চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার ৭ মে দেশটির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) চেয়ারম্যান সামীর আব্দুল্লাহ নাসেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ়করণ, অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে বিসিসিআইয়ের নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য আহমেদ সাবাহ আলসাল্লুম এবং সহ-কোষাধ্যক্ষ ওয়ালিদ ইব্রাহিম কানু উপস্থিত ছিলেন।