সিলেটে আ’লীগপন্থী ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিলেট নগরীতে নির্মলেন্দু দাশ রানা নামে এক আ’লীগপন্থী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকার ফাতেমা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

 

নির্মলেন্দু দাশ রানা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে রিকাবীবাজারের ফাতেমার রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান নির্মলেন্দু। এ সময় কয়েকজন যুবক তাকে ধরে টানাহেঁচড়া শুরু করে। তখন তাকে গণপিটুনি দিয়ে মদন মোহন কলেজ প্রাঙ্গণের দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এরপর কোতোয়ালি মডেল থানায় খবর দেয়া হলে লামাবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক বলেন, ‘জনতার হাতে আটক ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া হবিগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না খতিয়ে দেখা হবে।’

হবিগঞ্জের নবীগঞ্জ থানার ওসি মো: কামাল হোসেন বলেন, ‘আ’লীগপন্থী চেয়ারম্যান রানাকে মারধর ও আটকের খবর পেয়েছি। তার নামে থাকা মামলাগুলোর খোঁজ নেয়া হচ্ছে।’