টাঙ্গাইলে জেমসের কনসার্টে ফোন হারানোর ঘটনায় ১৩০ জিডি
টাঙ্গাইলে নগর বাউল জেমসের কনসার্টে গিয়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় ১৩০টি জিডি করা হয়েছে।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় টাঙ্গাইল মডেল থানার ওসি তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার রাতে টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন উপলক্ষে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এক কনসার্টের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী জেমস।
সন্ধ্যায় প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল উপস্থিত ছিলেন।
জানা যায়, জেমস রাত ৯টার দিকে মঞ্চে ওঠলেও বিকেল থেকেই স্টেডিয়ামে মানুষের ঢল নামে। এ কনসার্ট চলার সময় মোবাইল ফোন হারানোর ঘটনাগুলো ঘটে।
এর মধ্যে এনটিভি ডিজিটালের সদর ও মির্জাপুর প্রতিনিধির মোবাইল ফোনও হারিয়ে যায়।
টাঙ্গাইল মডেল থানার ওসি তানভীর আহমেদ নয়া দিগন্তকে বলেন, ‘জেমসের কনসার্টে গিয়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় টাঙ্গাইল থানায় বুধবার সন্ধ্যা পর্যন্ত ১৩০ জন জিডি করেছেন।’