সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

পটুয়াখালীর দশমিনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ দল থেকে পদত্যাগ করেছেন। তিনি রণগোপালদী ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রণগোপালদী বাজারে ওই ইউনিয়ন পরিষদ ভবনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ২০১২ সাল থেকে এখন পর্যন্ত আমি রণগোপালদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বিগত কয়েক বছর ধরে আমার শারীরিক পরিস্থিতির অবনতি হলে সভাপতির পদ থেকে পদত্যাগ করার ইচ্ছে পোষণ করলেও দলীয় বিভিন্ন সমস্যার কারণে তা করা সম্ভব হয়নি। বর্তমানে আমার শারীরিক অবস্থা এতটাই অবনতি যে, এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না।’

আবদুল আজিজ বলেন, ‘আজ আমি আপনাদেরকে এবং আমার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ১নং রণগোপালদী ইউনিয়ন শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবেনা।’

জানা যায়, এর আগে গত ২০২২ সালের ২৯ ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত হয়ে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন আবদুল আজিজ।

শারীরিক অবস্থার অবনতির কারণে ভবিষ্যতে ইউপি চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি দৈনিক আমাদের সময়’কে বলেন, ‘চেয়ারম্যানের দায়িত্ব পালনে রাজনীতির মত এত পরিশ্রম লাগেনা। চেয়ারম্যানের দায়িত্ব পালনে প্রতি মাসে একটা মাসিক সভায় যেতে হয়। আমি গেলেও হয়, আমার প্যানেল চেয়ারম্যান গেলেও হয়। ওটা ইউএনও মহোদয়ের সঙ্গে সমন্বয় করলে সবকিছু হয়ে যায়। পরিষদ মূলত চালায় ইউপি সচিব। তাই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের কোনো চিন্তা এখন পর্যন্ত নেই।’