অবশ্যই তার মায়ের মৃত্যুর সংবাদটা পৌঁছে দেবেন

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ তার ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। যেখানে ইলিয়াস অনুরোধ জানান সন্ধান পেলে জানানোর অনুরোধ
লিংক কমেন্টে।

যেখানে ইলিয়াস মীর জাহান নামে এক ব্যাক্তির পোস্ট শেয়ার করেন। যেখানে বলা হয়, ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকারয় পাড়ি জমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ১৫নং শরীফপুর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড এর শেখ আহম্মদ এর বড় ছেলে রুবেল হোসেন। দীর্ঘ প্রবাস জীবনে সে একবারও দেশে আসেনি। গত ২বছর যাবত পরিবারের সাথেও তার যোগাযোগ নেই। গতকাল দুপুর ১:৩০ মিনিট এর সময় তার মা নুর নাহার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

দক্ষিণ আফ্রিকায় কেও যদি তাকে দেখতে পান বা তার সাথে যোগাযোগ আছে এমন কেও যদি পোস্টটি দেখেন তাকে অবশ্যই তার মায়ের মৃত্যুর সংবাদ টা পৌঁছে দেবেন।