ডোমিনিকান রিপাবলিকে ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৮৪

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার শেষ চেষ্টা চালাচ্ছেন | ছবি- এপি

ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিংগোতে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৮৪ জনে দাঁড়িয়েছে। 'জেট সেট' নামে একটি নাইটক্লাবের ছাদ ধসে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর ইন্ডিপেন্ডেন্ট।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে এক কনসার্ট চলাকালে এ ছাদ ধসের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার শেষ চেষ্টা চালালেও এখনো পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে বের করে আনা সম্ভব হয়নি।

 

দুর্ঘটনার পর সান্তো ডোমিংগোর বিভিন্ন হাসপাতাল ও ফরেনসিক ইনস্টিটিউটে প্রিয়জনের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ। কেউই সঠিক খবর না পেয়ে হতাশা আর ক্ষোভে ফেটে পড়ছেন।

 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. ভিক্টর আতাল্লাহ জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে অন্তত আটজন এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। মোট ২৪ জন রোগী এখনো হাসপাতালে ভর্তি। তিনি বলেন, ট্রমা খুব বেশি হয়ে থাকলে রোগীদের বাঁচানোর সম্ভাবনা কমে যায়।

 

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকেই মাথা, উরু এবং পেলভিসে মারাত্মক আঘাত পেয়েছেন। ছাদের কংক্রিটের বিশাল টুকরোগুলো নিচে পড়ায় আঘাতের ধরন এমন হয়েছে।

দুর্ঘটনার সময় ঐতিহ্যবাহী মেরেংগে সঙ্গীতের একটি কনসার্ট চলছিল ক্লাবটিতে। প্রায় ২০০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন সেখানে। তাদের অনেকেই এখন আহত বা নিখোঁজ।

দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে ছাদের কাঠামোগত দুর্বলতাকেই দায়ী করা হচ্ছে।

এই ঘটনায় গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।