যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্কের জবাবে চীনের ৮৪ শতাংশ

সারা বিশ্বে আজ থেকে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের 'পাল্টা শুল্ক'। পূর্বঘোষণা অনুযায়ী ৯ এপ্রিল এই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশে উন্নীত করেছেন। ট্রাম্পের সর্বশেষ এই শুল্ক আরোপের জবাবে চীন মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। যা আগে ছিল ৩৪ শতাংশ। ১০ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে।

 

এর আগে গতকাল চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসের থেকে এই ঘোষণা দেয়া হয়। যা আজ বুধবার থেকে কার্যকর হয়েছে।

 

মঙ্গলবার বিকালে মধ্যে মার্কিন পণ্যের ওপর থেকে ‍শুল্ক প্রত্যাহার করতে চীনকে আল্টিমেটাম দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বেইজিং মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার না করায় অতিরিক্ত শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশে উন্নীত করে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের ওই ঘোষণার পরই চীন মার্কিন পণ্যের পর শুল্কহার বাড়িয়ে ৮৪ শতাংশ করেছে।

 

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্কের প্রতিক্রিয়ায় বুধবার এশিয়ার শেয়ারবাজারে লেনদেন শুরু হতে হতেই বড় ধরনের পতন হয়। এরপর ইউরোপের শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পরপরই সূচকের পতন হয়। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আঞ্চলিক সূচক প্যান-ইউরোপীয় স্টকস ৬০০ কমেছে ৩ দশমিক ৪ শতাংশ। আঞ্চলিক এই সূচকের অন্তর্ভুক্ত সব খাতের শেয়ারের দামেই নেতিবাচক প্রবণতা চলছে।