ইউক্রেনে রাশিয়ার পক্ষে ১৫৫ চীনা নাগরিক যুদ্ধ করছে – জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, অন্তত ১৫৫ জন চীনা নাগরিক রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছেন। সম্প্রতি ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধের সময় দুই চীনা যোদ্ধাকে আটক করা হয়েছে।
জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া চীনা নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ দিচ্ছে, তাদের মস্কোতে প্রশিক্ষণ, নথিপত্র ও অর্থ প্রদান করছে। আটককৃতদের একজন বলেছেন, এটি তার প্রথম যুদ্ধ অভিজ্ঞতা, এর আগে কখনো বন্দুকও চালাননি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা যুদ্ধবিরোধী এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। তারা দাবি করেছে, যেসব চীনা নাগরিক যুদ্ধ করছে, তারা ব্যক্তিগতভাবে তাতে জড়িয়েছে।
ওয়াশিংটন এ ঘটনাকে "উদ্বেগজনক" বলে উল্লেখ করেছে। জেলেনস্কি বলেন, এটি যুদ্ধ সম্প্রসারণের ইঙ্গিত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কঠোর প্রতিক্রিয়া জানানো।