ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের 'গঠনমূলক' পারমাণবিক আলোচনা শুরু
যুক্তরাষ্ট্র ও ইরান প্রথম দফার পারমাণবিক আলোচনা শেষ করেছে ওমানে। ২০১৮ সালের পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। উভয় পক্ষই বৈঠককে "গঠনমূলক" হিসেবে আখ্যায়িত করেছে এবং জানিয়েছে, আগামী সপ্তাহে দ্বিতীয় দফার আলোচনা হবে।
২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন, কিন্তু এখন তার বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন। আলোচনার বেশিরভাগ অংশই পরোক্ষভাবে হলেও কিছুক্ষণ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মুখোমুখি কথা বলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে।
ইরান বলছে, তারা ন্যায্য একটি চুক্তি চায়—যেখানে পারমাণবিক কার্যক্রম সীমিত থাকবে, তবে পুরোপুরি বন্ধ নয়।
যুক্তরাষ্ট্র চায় ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করে।
পরিস্থিতি এখনো জটিল, তবে আলোচনার এ সূচনা নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।