রাশিয়ায় নাভালনির চার সাংবাদিককে পাঁচ বছরের কারাদণ্ড

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির সঙ্গে সম্পৃক্ত চার সাংবাদিককে মঙ্গলবার পাঁচ বছর ছয় মাসের জন্য দণ্ডিত করেছে দেশটির আদালত। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, তারা নাভালনির ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠনের সঙ্গে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে।

এই সাংবাদিকরা হলেন আন্তোনিনা ফাভরস্কায়া, সের্গেই কারেলিন, কনস্তান্তিন গাবভ এবং আরতিওম ক্রিগার। তারা ২০২৩ সালের অক্টোবর থেকে বন্ধ দরজার বিচারে ছিলেন। অভিযোগ অনুযায়ী, তারা নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলের জন্য কাজ করেছেন, যা রাশিয়ার 'বিদেশি এজেন্ট আইন'-এর আওতায় নিষিদ্ধ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই আইন রাশিয়ায় মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। এদিকে, নাভালনির মৃত্যুর এক বছর পূর্তিতে মস্কোতে শোক পালন করতে গিয়ে বহু মানুষ গ্রেপ্তার হন।

২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি, ৪৭ বছর বয়সে কারাগারে মৃত্যুবরণ করেন নাভালনি। তার পরিবার এবং পশ্চিমা নেতারা প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করলেও মস্কো সে অভিযোগ অস্বীকার করেছে।