ট্রাম্প প্রশাসনের হুমকি: হার্ভার্ডের বিদেশি ছাত্র ভর্তি বন্ধের আশঙ্কা, বিশ্ববিদ্যালয়গুলোর একাত্মতা প্রকাশ

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আর তাতেই ক্ষুব্ধ ট্রাম্প, বলেন হার্ভার্ড “মূর্খতা ও ঘৃণা শেখায়” বলে মন্তব্য করে ফেডারেল ফান্ড বন্ধের দাবি জানিয়েছে। 

ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের ট্যাক্স ছাড়ের সুবিধা বাতিলের হুমকিও দিয়েছে এবং ইতিমধ্যে ২ বিলিয়ন ডলারেরও বেশি ফান্ড ফ্রিজ করেছে।

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোম হার্ভার্ডকে বিদেশি শিক্ষার্থীদের তথাকথিত “অবৈধ কার্যকলাপ” সংক্রান্ত তথ্য ৩০ এপ্রিলের মধ্যে জমা দিতে বলেছেন। অন্যথায়, হার্ভার্ড বিদেশি ছাত্র ভর্তি করার অধিকার হারাবে।

হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার জানিয়েছেন, তারা সংবিধানসম্মত অধিকার ছাড়বে না এবং সরকারের অবৈধ হস্তক্ষেপ মানবে না।

এই ঘটনার প্রতিবাদে কলাম্বিয়া, স্ট্যানফোর্ড, প্রিন্সটনসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের পাশে দাঁড়িয়েছে।

বারাক ওবামা এবং ম্যাসাচুসেটসের গভর্নর মওরা হিলিও হার্ভার্ডের অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

এই টানাপোড়েন এখন যুক্তরাষ্ট্রের শিক্ষানীতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বড় বিতর্কে পরিণত হয়েছে।