যুক্তরাষ্ট্রে ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের অর্ধেক ভারতীয়!

মার্কিন যুক্তরাষ্ট্রে নানান কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের জেরে গত মাসে ৩২৭ জন বিদেশি শিক্ষার্থীর ভিসা খারিজ করছে আমেরিকা। শুধু তাই নয়, শিক্ষার্থীদের ‘রাষ্ট্রদোহী’ তকমাও দিয়েছে মার্কিন সরকার। ফলে তারা আর কখনও আমেরিকায় যেতে পারবেন না।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ভারতীয়রা সবচেয়ে বড় দল হওয়ায়, এতে অবাক হওয়ার কিছু নেই যে প্রভাবিতদের বেশিরভাগই ভারতীয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 'আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন'-এর প্রেস বিজ্ঞপ্তি এক্স হ্যান্ডলে পোস্ট করে কংগ্রেসের এমপি জয়রাম রমেশ লিখেছেন, ‘ভিসা বাতিলের কারণ পরিষ্কার নয়, পদ্ধতিও অস্বচ্ছ। তাই এটি ভারতীয়দের কাছে উদ্বেগের সঙ্গে আশঙ্কারও কারণ’

এ ঘটনায় মোদি সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। চুপ করে বসে থাকার সময় নয় বলেও উল্লেখ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এ বিষয় নিয়ে মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিওর সঙ্গে আলোচনা করবেন কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা।

তবে শুধু ভারতীয় ছাত্র ছাত্রীরাই নন, তার মধ্যে ১৪ শতাংশ চীনের শিক্ষার্থীরাও রয়েছেন। ভিসা বাতিল হয়েছে দক্ষিণ কোরিয়া, নেপাল, বাংলাদেশের ছাত্র ছাত্রীদেরও।