এনসিপির গণসংযোগ কর্মসূচি শেরপুরে
গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিতকরণ ও ন্যায়বিচারের প্রত্যয়ে রাষ্ট্রকাঠামো সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতকরণে শেরপুরে গণসংযোগ কর্মসূচি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল সোমবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় নাগরিক কমিটি শেরপুর জেলার আয়োজনে সদর উপজেলার নন্দির বাজার মোড়ে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ও সমাপনী বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক কমিটির শেরপুর জেলা প্রতিনিধি মো. আল মামুন সরকার (দুর্জয় মামুন)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল ক্ষমতার পরিবর্তনের রাজনীতি চাইনা, চাই ব্যবস্থা বদলের রাজনীতি।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের বিচার দ্রুত শেষ করার এবং আহতদের সুচিকিৎসার দাবিও জানান বক্তারা।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য প্রদান করেন এনসিপির জেলা প্রতিনিধি সাব্বির হাসান জুয়েল, সদর উপজেলা প্রতিনিধি মো. ফিরোজ মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা কমিটির আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই অভ্যুত্থানে আহত, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।