গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে আ’লীগকে : ভিপি নুর

গণসমাবেশে বক্তব্য দিচ্ছেন নুরুল হক নুর|

আওয়ামী লীগকে সন্ত্রাসী ও গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘অনতিবিলম্বে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।’

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চেয়ারম্যান বাজার এলাকায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিপি নুরুল হক নুর বলেন, ‘এ বিষয়ে আমরা আলাপ-আলোচনা করে বারবার দাবি জানিয়েছি। ইতোমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগ নিষিদ্ধ হবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই সরকারের কোনো বিরোধী দল নেই। আমরা কেউ সরকারবিরোধী না। সকলে মিলেমিশে আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছি।’

কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাটের সভাপতিত্বে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, শরীয়তপুর জেলার সাবেক সদস্য সচিব শাহজালাল সাজু প্রমুখ বক্তব্য দেন।