১১ বছর ধরে ভাত না খাওয়া নিজাম উদ্দিনের খোঁজখবর নিতে তারেক রহমানের নির্দেশ
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার পণ করা ঝিনাইদহের নিজাম উদ্দিনের শারীরিক অবস্থা জানতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
জানা গেছে, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দিনে আয়োজিত খাবার কর্মসূচি আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা নষ্ট করে দেয় বলে অভিযোগ করেন নিজাম উদ্দিন। এ ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তখনই তিনি প্রতিজ্ঞা করেন—বিএনপি ক্ষমতায় না যাওয়া পর্যন্ত আর কখনো ভাত খাবেন না। সেই থেকে দীর্ঘ ১১ বছরের বেশি সময় ধরে চালভিত্তিক কোনো খাবার গ্রহণ করেননি তিনি।
দীর্ঘদিন এই কঠিন সিদ্ধান্তে অটল থাকার ফলে বর্তমানে নিজাম উদ্দিন শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে ক্যান্সারের লক্ষণ থাকতে পারে। ইতিমধ্যে কয়েকটি টেস্ট করা হয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদন পেতে আরও সাত দিন সময় লাগবে।
তার অসুস্থতার খবর পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত প্রতিনিধি দল পাঠিয়ে তার খোঁজখবর নেয়ার নির্দেশ দেন। দলের মিডিয়া সেল জানিয়েছে, আগামীকাল (বুধবার) দুপুর ১২টায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুর মেডিকেলে যাবেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিশ্বাস ও আদর্শের প্রতি এমন অনড় অবস্থান রাখা নিজাম উদ্দিন একজন ত্যাগী কর্মী হিসেবে সম্মানযোগ্য। তার চিকিৎসার যাবতীয় বিষয়টি দলের পক্ষ থেকে নজরে রাখা হবে।
এসএফ