নারী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি নূরুন্নিসা সিদ্দীকার

নারী শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের প্রতি চলমান বৈষম্য দূর করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এখন সময়ের দাবি—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা।

মে দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, ১৮৮৬ সালের ১ মে শিকাগো শহরে শ্রমিকরা যে আত্মত্যাগ করেছিলেন, তা আজও শ্রমিক আন্দোলনের বড় উৎস। কিন্তু এখনও বিশ্বের অনেক জায়গায় শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত।

তিনি বলেন, আমাদের দেশের গার্মেন্টস খাতে নারী শ্রমিকের সংখ্যা বাড়ছে, কিন্তু তারা এখনো ন্যায্য বেতন, ভালো কর্মপরিবেশ ও সম্মান পাচ্ছেন না। এটি শ্রমিকদের আত্মমর্যাদার জন্য হুমকিস্বরূপ।

নূরুন্নিসা আরও বলেন, মালিক ও শ্রমিকের মধ্যে দ্বন্দ্বের কারণে শিল্পখাতে নানা সমস্যা দেখা দিচ্ছে। কখনো শ্রমিকদের ছাঁটাই, আবার কখনো আন্দোলনে অশান্তি সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানে ইসলামী শ্রমনীতিই হতে পারে সবচেয়ে কার্যকর পথ।

তিনি বলেন, ইসলাম শ্রমিকের প্রতি সুবিচার করতে বলেছে। রাসূল (সা.) বলেছেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও।”

বিবৃতির শেষে তিনি বলেন, শ্রমজীবী মানুষদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে কাজ করতে হবে। এই ভাবনা নিয়েই মে দিবস উদযাপন হওয়া উচিত।