নিহত ছাত্রলীগ নেতাকেও বহিষ্কার জাবি প্রশাসনের

গত বছরের ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর গণপিটুনিতে শামীমের মৃত্যু হয়। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিস্ময়করভাবে এই তালিকায় রয়েছে গত বছরের ১৮ সেপ্টেম্বর গণপিটুনিতে নিহত ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও।

শামীম মোল্লা ছিলেন ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের (২০০৯-১০ সেশন) শিক্ষার্থী। ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগে ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৮ এপ্রিল ইতিহাস বিভাগে পাঠানো বহিষ্কারাদেশের চিঠিতে তার নামের পাশে 'মৃত' উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, "সিন্ডিকেট থেকে প্রাপ্ত তালিকা শিক্ষা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রস্তুত করে দিয়েছিলেন। ৩৭টি বিভাগে আলাদা চিঠি স্বাক্ষর করতে গিয়ে অসাবধানতাবশত ভুল হয়েছে। দ্রুত বিষয়টি ঠিক করে আবারও বিভাগে পাঠানো হবে।"

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী প্রশাসনের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন।