বগুড়ায় এনসিপির সমাবেশে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৫

ছবিঃ সংগৃহীত

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের পৌর পার্কের টিটু মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরু হলে কিছুক্ষণ পরেই ছাত্র আন্দোলনের একাংশ 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে। এ সময় এনসিপির নেতাকর্মীরা তাদের বাধা দিলে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরপর তিন দফা মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এমনকি সারজিস আলম বক্তব্য দেওয়ার সময়ও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে।

 

সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুনায়েদ আহম্মেদ, রিয়াদ হোসেন, তাহমিদ হোসেন, তাওহীদ এবং এনসিপির রাকিব হাসানের নাম জানা গেছে।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন বলেন, "সমাবেশ চলাকালে ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ সেখানে প্রবেশ করে সারজিস আলমের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় দুই পক্ষের মাঝে হাতাহাতি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"

 

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, "আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি করতে পারবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে। বগুড়া থেকেই প্রতিরোধের সূচনা হবে।"

 

সমাবেশ শেষে সারজিস আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথার মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়।