মানিকছড়ি উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার

মানিকছড়ি উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আক্কাস আলী এবং বাটনাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

২৯ এপ্রিল খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক নিপু আহম্মদের স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কারের বিষয়টি ১ মে নিশ্চিত করেছেন মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন।

তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণমানুষের আস্থার ঠিকানা। এখানে দলীয় পরিচয়ে কেউ চাঁদাবাজি, ভূমি জবরদখল, অন্যায় বা কাউকে হয়রানি করার সুযোগ নেই।” তিনি আরও জানান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বিষয়টি জানিয়ে নেতা-কর্মীদের সতর্ক করেছেন।

বহিষ্কৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত জানা যায়নি। তবে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং দলের ভাবমূর্তি রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।