নিজেরা ফ্যাসিবাদ হয়ে উঠছে কিনা, মির্জা আব্বাসের সংশয়

ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবসের সমাবেশে বক্তৃতা প্রদান করেন। তিনি বলেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছি কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে" ।​

 

তিনি আরও বলেন, "শেখ হাসিনার আমলে অনেক চুক্তি হয়েছে, যা জনগণ জানতে পারেনি। মানবিক করিডর দিতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না। এই করিডর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি হয়েছে। যেই করিডর দেশের উপকারে আসবে না, তা মানুষ চায় না" ।​

 

মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা কারও রাজত্বে বসবাস করি না। জনগণের কথার বাইরে দেশে কিছু হবে না। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কোনো কিছু করতে গেলে তা প্রতিরোধ করা হবে" ।​

 

সমাবেশে বিএনপির অন্যান্য নেতারাও বর্তমান সরকারের নীতিনির্ধারণ ও কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন।