মব-সহিংসতা’ মন্তব্যের প্রতিবাদে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের নিন্দা
ডয়চে ভেলে বাংলা সম্প্রতি একটি প্রতিবেদনে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’-এর আন্দোলনকে ‘মব-সহিংসতা’ বলে উল্লেখ করায় সংগঠনটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, এই মন্তব্য তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক আন্দোলনের প্রকৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করেছে, যা আন্তর্জাতিক সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতার পরিপন্থি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক এমন প্রশ্ন তোলেন, যা জুলাইয়ের গণআন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ সময় তারা ‘খুনী হাসিনা’ বক্তব্য নিয়ে আপত্তি তোলেন এবং সংগঠনের মতে, হত্যাকাণ্ডের মূল হোতাকে আড়াল করার চেষ্টা করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলায়েন্স তিনটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে। সংগঠনের দাবি, এই কর্মসূচিগুলো শান্তিপূর্ণ, সাংবিধানিক অধিকারের ভিত্তিতে সংগঠিত হয় এবং এর ফলস্বরূপ সংশ্লিষ্ট সাংবাদিকদের অপসারণ করা হয়।
সংগঠনটি ডয়চে ভেলে বাংলার প্রতিবেদনের ভাষা ও দৃষ্টিভঙ্গিকে উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে। তারা দাবি জানায়, এমন আন্তর্জাতিক গণমাধ্যমের উচিত নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখা। প্রতিবেদনটির বিরুদ্ধে সংশোধনী, দুঃখপ্রকাশ এবং ব্যাখ্যা দাবি করে সংগঠনটি।