এপ্রিলে অপতথ্যের শীর্ষে বিএনপি—রিউমার স্ক্যানার রিপোর্ট

এপ্রিল মাসে বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে ঘিরে সবচেয়ে বেশি অপতথ্য প্রচারিত হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে বিএনপিকে কেন্দ্র করে ১৩টি অপতথ্য শনাক্ত করা হয়েছে, যা অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় সর্বাধিক।

রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মোট ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। এর মধ্যে জাতীয় বিষয়ে ১০১টি, রাজনৈতিক বিষয়ে ৯৫টি, আন্তর্জাতিক বিষয়ে ৩৮টি, ধর্মীয় বিষয়ে ২৭টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে ৮টি, শিক্ষা বিষয়ে ৭টি, প্রতারণা বিষয়ে ১০টি এবং খেলাধুলা বিষয়ে ৯টি ভুল তথ্য ছিল। মার্চ মাসে এই সংখ্যা ছিল ২৯৮টি।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিকে নিয়ে প্রচারিত ১৩টি অপতথ্যের সবগুলোই নেতিবাচক ছিল। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে একটি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দুটি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নয়টি অপতথ্য শনাক্ত করা হয়েছে। ছাত্রদলকে নিয়ে দুটি এবং যুবদলকে নিয়ে একটি অপতথ্য প্রচারিত হয়েছে।

এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিষয়ে ছয়টি অপতথ্য শনাক্ত করা হয়েছে, যার সবগুলোই নেতিবাচক। দলটির আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে দুটি এবং ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে ছয়টি অপতথ্য প্রচারিত হয়েছে।

রিউমার স্ক্যানার জানায়, এপ্রিল মাসে ফেসবুকে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে—মোট ২৭৬টি। ইউটিউবে ৫৪টি, ইনস্টাগ্রামে ৪৮টি, এক্সে ৪৪টি, টিকটকে ২৪টি এবং থ্রেডসে ১৩টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। এছাড়া, দেশের একাধিক গণমাধ্যমেও ১৪টি ভুল তথ্য প্রচারিত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, এপ্রিল মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ১৯টি ভুয়া কনটেন্ট এবং তিনটি ডিপফেক ভিডিও শনাক্ত করা হয়েছে। এছাড়া, গাজায় চলমান সংঘাত, কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা এবং ঢাকায় সুন্নি মহাসমাবেশকে কেন্দ্র করে যথাক্রমে ৩৮টি, ১১টি এবং ৫টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।

রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণে দেখা গেছে, এপ্রিল মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ২৯টি ভুল তথ্য প্রচারিত হয়েছে, যার ৮৩ শতাংশই নেতিবাচক। এছাড়া, সরকারের উপদেষ্টাদের মধ্যে ড. আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সৈয়দা রিজওয়ানা হাসান, আ ফ ম খালিদ হোসেন, শেখ বশিরউদ্দীন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে মোট ১০টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।

এই প্রতিবেদনের মাধ্যমে রিউমার স্ক্যানার দেশের রাজনৈতিক অঙ্গনে অপতথ্যের বিস্তার এবং এর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।