রাশেদ খাঁনের অভিযোগ: রোহিঙ্গা প্রত্যাবাসনের মিথ্যা গল্প বলছে সরকার

ছবিঃ সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন অভিযোগ করেছেন যে, সরকার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের মিথ্যা গল্প বলে জনগণকে বিভ্রান্ত করেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, জাতিসংঘের মহাসচিবকে এনে সরকার প্রতিশ্রুতি দিয়েছে মানবিক করিডোর ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়ার। তবে বাস্তবে দেখা যাচ্ছে, ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তিনি অভিযোগ করেন, এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমাদের বৈঠক হয়, এবং আমরা জানি কোথায় কী হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত বিজনেস সামিট নিয়ে তিনি মন্তব্য করেন, বিদেশি বিনিয়োগের ব্যাপারে সরকার যে আশা দেখাচ্ছে, তা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা থাকলেও, তার টিমে যোগ্য লোকের অভাব রয়েছে, যা দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে নেতিবাচক প্রভাব ফেলছে।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, সরকারের কিছু উপদেষ্টা 'রিফাইন্ড আওয়ামী লীগ' গঠনের সঙ্গে জড়িত এবং তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তৎপর নয়। তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নতি ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।