বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মানে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র

নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের সমাবেশে তিনি এ আহ্বান জানান।


এ সময় গয়েশ্বর চন্দ্র বলেন, ‘ফ্যাসিবাদ গেলেও গণতন্ত্র আলোর মুখ দেখেনি এখনও। চোরাবালিতে থাকা গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মানে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র।’
আরাকানের সঙ্গে বর্তমান সরকার যে চুক্তি করেছেন তা জনগণের সামনে খোলাসা করার দাবিও জানান তিনি।