শেখ হাসিনার বিরুদ্ধে মামলার দাবি মাহমুদুর রহমানের

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের স্মরণে হেফাজতের মহাসমাবেশে বক্তব্য রাখেন 'আমার দেশ' পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি দাবি করেন, ওই ঘটনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত।

শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, "আমি অবাক হই, হেফাজতের পক্ষ থেকে কেন এতদিনেও সেই দানব ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়নি। আমি মনে করি, শাপলা চত্বরে যতজন নিহত হয়েছেন, তাদের সবার হয়ে গণহত্যার দায়ে হাসিনার নামে মামলা করতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা যেহেতু মুসলমান, তাই গাজা ও ভারতের কাশ্মীরের মুসলমানদের ওপর যে নির্যাতন চলছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে।"

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বহু মানুষ নিহত হন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর বিভিন্ন সময়ে শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ২০২৫ সালের মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।