নারী কমিশন বাতিলসহ ১২ দফা দাবি হেফাজতের মহাসমাবেশে

হেফাজতে ইসলাম বাংলাদেশ নারী সংস্কার কমিশন বাতিলসহ ১২ দফা দাবি উত্থাপন করেছে। শনিবার (৩ মে) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে এই দাবিগুলো ঘোষণা করা হয়।

সমাবেশে হেফাজতের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক ১২ দফা দাবি পাঠ করেন। প্রথম দফায় নারী সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিলের পাশাপাশি আলেম ও নারী প্রতিনিধি নিয়ে নতুন কমিশন গঠনের আহ্বান জানানো হয়।

বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে:

  1. সংবিধানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন ও বহুত্ববাদ পরিত্যাগ।

  2. শাপলা ও জুলাই গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের কার্যক্রমে গতি আনা এবং নির্বাচনের আগে বিচার সম্পন্ন করা।

  3. আওয়ামী লীগের বিচার ও তৎপরতা নিষিদ্ধ করা।

  4. চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদের হাতে নিহত সাইফুলের হত্যাকারীদের বিচার।

  5. শেখ হাসিনার আমলে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং গুম-খুনের ঘটনার বিচার।

  6. গাজায় হামলা নিয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান গ্রহণ।

  7. প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা।

  8. মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে সরে আসা।

  9. পার্বত্য অঞ্চলে ভিনদেশিদের কার্যক্রম বন্ধ করা।

  10. কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা।

সমাবেশে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ঘোষণা করেন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং ২৩ মে চার দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সভাপতিত্ব করেন এবং দুপুর ১টা ১১ মিনিটে মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন জেলা থেকে ফজরের নামাজের পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। সমাবেশে নেতারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।