ন্যূনতম সমঝোতায় পৌঁছে জাতীয় নির্বাচন, ১২ দলীয় জোট

সংগৃহীত

১২ দলীয় জোট ন্যূনতম ঐকমত্যে পৌঁছে জাতীয় সংসদ নির্বাচন চায়। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগীদের সঙ্গে আলোচনা করে ঐকমত্য গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ১৫ মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রাথমিক আলোচনা শেষ হবে।

রবিবার সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক হয়, যেখানে জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১১ জন নেতা অংশ নেন। মোস্তফা জামাল হায়দার বলেন, তাদের গণতান্ত্রিক প্রত্যাশা হলো, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া, যাতে আর বিলম্ব না হয়। তিনি মনে করেন, দ্রুত ন্যূনতম ঐকমত্যে পৌঁছানো সম্ভব এবং পরবর্তীতে বাকি মতপার্থক্যগুলো সমাধান করা যাবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ ও দ্বিধা থাকা স্বাভাবিক।

আলী রীয়াজ বলেন, ঐকমত্য তৈরির দায়িত্ব শুধু কমিশনের নয়; রাজনৈতিক দলগুলোকেও নিজেদের মধ্যে, সহযোগীদের সঙ্গে এবং অন্যান্য শক্তির সঙ্গে আলোচনা করে সমাধান বের করতে হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়, তবে রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়ে একমত হয়ে দেশকে এগিয়ে নেওয়া দরকার।

বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এতে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, মোহাম্মদ আইয়ুব মিয়া, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জোটের মুখপাত্র ও বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।