কর্নেল (অব.) এম এ হকের অভিযোগ: শেখ হাসিনার শাসন ইতিহাসের অন্যতম দমনমূলক শাসন
অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার নেতৃত্বাধীন শাসনব্যবস্থা ইতিহাসের অন্যতম দমনমূলক শাসন বলে বিবেচিত হতে পারে। তিনি শেখ হাসিনার তুলনা করেন হিটলার, ফেরাউন ও নমরুদের মতো কুখ্যাত শাসকদের সঙ্গে এবং বলেন, শেখ হাসিনা তাদেরও ছাড়িয়ে গেছেন নির্যাতনের দিক থেকে।
তিনি আরও বলেন, এই শাসনব্যবস্থা কেবল শেখ হাসিনার একার নয়, বরং এতে জড়িত আছেন একদল দমননীতিক ব্যক্তি, যারা জনগণের অধিকার ক্ষুণ্ন করতে সক্রিয়ভাবে কাজ করছেন। কর্নেল হক দাবি করেন, শেখ হাসিনার পেছনে রয়েছে ভারতের বিজেপি, আরএসএস ও ইসকনের মতো প্রভাবশালী বিদেশি শক্তিগুলো।
তিনি আরও অভিযোগ করেন যে, শেখ হাসিনার শাসনকালে কয়েকজনকে দেশত্যাগে বাধ্য করা হলেও, অধিকাংশ ভিন্নমতাবলম্বী এখনো দেশে থেকে নির্যাতনের শিকার হচ্ছেন। দেশের গণমাধ্যম ও প্রশাসন সম্পর্কেও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রায় ৩৪ থেকে ৪০টি টিভি চ্যানেল ও প্রশাসন সরকার নিয়ন্ত্রণে রয়েছে, ফলে সেগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না।
এছাড়া, তিনি দাবি করেন যে, ড. ইউনুসের উপদেষ্টা পরিষদ রাষ্ট্রীয় সিদ্ধান্তে অপ্রত্যক্ষভাবে প্রভাব ফেলছে, যা জনগণের স্বার্থের পরিপন্থী এবং এই কারণে তারা সরকারপন্থী বলে সমালোচনার মুখে পড়ছেন।