আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণের: মঈন খান

ড. আবদুল মঈন খান । ছবি: সংগৃহীত

নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ। শুক্রবার (০৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে। যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন। দেশে বিশৃঙ্খলা দেখতে চাই না। জনগণ যাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবে, তারাই দেশ পরিচালনা করবে। তিনি বলেন, জুলাই-আগস্টে দেশের মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তা ধরে রাখতে হবে। পার্শ্ববর্তী কোনো দেশের চাপে যেন ঐক্য নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

ডা. জাহিদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো চলমান। তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রকৃত মুক্তি সম্ভব নয়। তিনি আরও বলেন, বিএনপি চায়- প্রবাসীরা যেন ভোটাধিকারসহ সকল নাগরিক সুযোগ-সুবিধা পান। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকার কথাও তিনি গুরুত্বসহকারে তুলে ধরেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। তবে, সরকার ও নির্বাচন কমিশন চাইলে দলটিকে নিষিদ্ধ করতে পারে।

শুক্রবার (০৯ মে) রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়ার মালিক বিএনপি নয়; সিদ্ধান্ত নেবে দেশের মানুষ, নির্বাচন কমিশন। সরকার ও নির্বাচন কমিশন চাইলে আ.লীগকে নিষিদ্ধ করতে পারে বলেও জানান তিনি।

তিন আরও বলেন, বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বিএনপি।