লন্ডনে তারেক রহমানের বাসভবনে সিঙ্গাপুর বিএনপি নেতাদের সাক্ষাৎ ও আলোচনা

সংগৃহীত ছবি

তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপির নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুর বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৯ মে) দলটির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুর রহমান রবিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আজাদ, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে তারা প্রবাসে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, প্রবাসীদের জাতীয় রাজনীতিতে ভূমিকা এবং দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন।

দলীয় নেতারা বলেন, প্রবাসে থেকেও তাঁরা দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন এবং ভবিষ্যতেও দলের নেতৃবৃন্দের দিকনির্দেশনায় কাজ করে যাবেন।

জাস্ট ইন