তীব্র গরমে বিক্ষোভকারীদের অস্বস্তি, ঠান্ডা পানি ছিটালো সিটি করপোরেশন

ছবিঃ সংগৃহীত

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শুক্রবার (৯ মে) দুপুর পৌনে ৩টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি সমাবেশ শুরু করে। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এনসিপি নেতা আশরাফ মাহাদী

প্রচণ্ড রোদের কারণে সমাবেশস্থলে উপস্থিত আন্দোলনকারীরা গরমে অস্বস্তি বোধ করতে থাকেন। এই পরিস্থিতিতে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে স্প্রে ক্যাননের মাধ্যমে পানি ছিটানো শুরু করে। সিটি করপোরেশনের এই উদ্যোগ আন্দোলনকারীদের মধ্যে স্বস্তি এনে দেয় এবং অনেকেই এটিকে প্রশাসনের সহযোগিতা হিসেবে দেখছেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘কণ্ঠে আবার লাগা জোর, আওয়ামী লীগের কবর খোঁড়’, ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘লীগ ধর জেলে ভর’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’।

এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাতে এনসিপি নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শুক্রবার সকালে সমাবেশের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। পরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার রাজপথ উত্তাল হয়ে ওঠে।

এদিকে, শুক্রবার বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে যমুনার সামনে অবস্থান করা কিছু আন্দোলনকারীকে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয়। এসময় একজন নারী আন্দোলনকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়

এনসিপির এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। সিটি করপোরেশনের পানি ছিটানোর উদ্যোগকে অনেক আন্দোলনকারী প্রশাসনের সহযোগিতা হিসেবে দেখছেন।