হাসনাতের বজ্রকণ্ঠ, শাহবাগ হবে ফ্যাসিবাদের কবরস্থান

শাহবাগেই ফ্যাসিবাদের পতনের ভবিষ্যদ্বাণী হাসনাত আব্দুল্লাহর

ঢাকা, ৯ মে:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "যে শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, সেখানেই তার চূড়ান্ত পতন ঘটবে।" শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “শুধু সময়ের অপেক্ষা। আমাদের জুলাইয়ের সব শক্তির ঐক্যবদ্ধ লড়াই চলবে।”

এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর যমুনা ফিউচার পার্ক সংলগ্ন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমি ঘরে ফিরব না এবং শাহবাগ ছাড়ব না।"

তার এই ঘোষণা শোনার পরই গণসমাবেশ থেকে আগত ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করে। পরে তারা সড়ক অবরোধ করে অবস্থান নেয়। এ সময় হাসনাত বলেন,
“১০০ জন ফেরাউন একত্র করলেও একজন শেখ হাসিনার সমতুল্য পাওয়া যাবে না। আওয়ামী লীগকে কী কারণে রাজনৈতিক দল বলা হয়, সেটাই প্রশ্ন।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার উদ্যোগ নিচ্ছেন। কিন্তু আমাদের দাবি এখনো অন্তর্বর্তী সরকারের কানে পৌঁছায়নি। সেক্ষেত্রে আমরা রাস্তা ব্লক করব এবং শাহবাগ অবরোধ করে রাখব। যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, ততক্ষণ আমরা এখান থেকে সরব না।”

বক্তব্যের পরপরই হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি মিছিল শাহবাগ অভিমুখে যাত্রা করে এবং সেখানে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে।