দ্রুত সিদ্ধান্ত নিন, অন্যথায় ফের 'মার্চ টু ঢাকা': কঠোর হুঁশিয়ারি
আওয়ামী লীগ নিষিদ্ধে সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি এনসিপি’র
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (৯ মে) রাজধানীর শাহবাগে চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ববিরোধী রাজনীতির বিরুদ্ধে জুলাই মাসে সকল দেশপ্রেমিক শক্তি একত্র হবে—এটাই প্রত্যাশা। দ্রুত নিষিদ্ধ না করা হলে গোটা বাংলাদেশ আবারও ঢাকামুখী মার্চ করবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, সন্ত্রাসী, নারী ও মানবতা বিরোধী দল। এ দলকে নিষিদ্ধ করার দাবিতে স্বাধীনতা ও গণতন্ত্রপন্থী সকল শক্তিকে এক হতে হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতাসীন আওয়ামী লীগের চূড়ান্ত রাজনৈতিক পতন শুরু হয়।
এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে এনসিপি নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। শুক্রবার সকাল পর্যন্ত চলা এই বিক্ষোভের পর বিকেল থেকেই শাহবাগ মোড় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এনসিপি এই আন্দোলনকে ‘শাহবাগ ব্লকেড’ নামে অভিহিত করেছে।