ড. ইউনুসকে দ্রুত নির্বাচন দিয়ে সরে দাঁড়ানোর আহ্বান: সৈয়দ নূরুল ইসলাম
জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নূরুল ইসলাম বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে ড. ইউনুসকে সরে দাঁড়ানো উচিত, অন্যথায় জাতি রাজনৈতিক সংকটে পড়তে পারে।
শুক্রবার বিকেলে ঢাকার নবাবগঞ্জের খানেপুর বাজারে আয়োজিত এক দলীয় কর্মী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
ডা. নূরুল ইসলাম বলেন, দেশের মানুষ বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। জনগণের আকাঙ্ক্ষা ও অনুভূতি বুঝতে ব্যর্থ হলে কোনো সরকার তাদের কল্যাণ করতে পারে না। তিনি উল্লেখ করেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ পতনের পর গঠিত সরকার সম্পূর্ণ অরাজনৈতিক ভিত্তিতে ক্ষমতায় এসেছে। সে সময় সব দলের ঐক্যমতের ভিত্তিতে এই সরকার ক্ষমতায় বসে। অথচ এখন রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়াই দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে করিডর অনুমোদনের প্রচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে 'সেভ এক্সিট' দিয়ে ছোটখাটো অপরাধীদের ওপর শাস্তি চাপানো হচ্ছে, যা বৈষম্যের উদাহরণ। এ বিষয়ে আরও গভীরে অনুসন্ধান করা প্রয়োজন। খুনি হাসিনার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে দেশ-বিদেশে নানা নাটক সাজানো হচ্ছে। এসব বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে।
সমাবেশে ড. ইউনুসকে উদ্দেশ্য করে নূরুল ইসলাম বলেন, "আপনি একজন সম্মানিত ব্যক্তি। সেই সম্মান অটুট রেখে নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন।"
তিনি আরও বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে, যা বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে। এজন্য বাংলাদেশকে শুরু থেকেই সতর্ক অবস্থান নিতে হবে।
তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, আগামী দিনে জনগণের পাশে থেকে সব সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে।
নয়নশ্রী ইউনিয়ন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক মো. বাদল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য সুরাইফুল ইসলাম মাহফুজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুব রহমান, নূর উদ্দিন ঢালী, ডা. সিদ্দিকুর রহমান মোল্লা, শেখ মাইনুদ্দিন, কামরুল হাসান, এবং নকুল চন্দ্র মণ্ডল প্রমুখ।