৩৯ ঘণ্টা ধরে চলছে ছাত্র-জনতার আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে টানা ৩৯ ঘণ্টা ধরে শাহবাগসহ সারাদেশে চলছে ছাত্র-জনতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি। আন্দোলনকারীদের দাবি, এই লড়াই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার এবং ‘ফ্যাসিবাদী শক্তির’ বিরুদ্ধে জনগণের প্রতিরোধ।

শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় ‘জুলাই অভ্যুত্থান' ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে একযোগে সমাবেশ আহ্বান করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে তিন দফা দাবি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। এই লড়াই আত্মমর্যাদার, গণতন্ত্রের এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার।”

তিন দফা দাবিগুলো হলো:

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা।
৩. ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করা।

শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থী ও আন্দোলনকারীরা বলছেন, “এ লড়াই শুধু একটি দলের বিরুদ্ধে নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই। ৫ আগস্ট জনগণ যে রায় দিয়েছে, আজকের আন্দোলন সেই রায়ের আইনি ভিত্তি নিশ্চিত করার প্রয়াস।”

তবে সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে এই আন্দোলন নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও বড় কোনো হস্তক্ষেপ না করলেও শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।