দাবি না মানলে সারাদেশে 'মার্চ টু ঢাকা': এনসিপির হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ থেকে আবারও 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, "শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে"

এই আন্দোলনের অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ছাত্র-জনতা। তাদের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এ বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অবরোধের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, যা জনদুর্ভোগ সৃষ্টি করছে

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, "প্রজ্ঞাপনের মাধ্যমে দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কেউ শাহবাগ ছাড়বে না।" তিনি আরও বলেন, "আজ শনিবার বিকেল ৩টায় গণজমায়েত কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি সারাদেশের জুলাই পয়েন্টে কর্মসূচি পালনের আহ্বান জানান"

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ জনগণ অংশ নিয়েছেন।

এই পরিস্থিতিতে সরকার কী পদক্ষেপ নেয়, তা এখন সময়ের ব্যাপার। তবে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

জাস্ট ইন