"নির্বাচনের হাওয়া উঠেছে, কেউ বানচাল করতে পারবে না: আমীর খসরু"
নির্বাচনের হাওয়া কেউ থামাতে পারবে না: চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে আমীর খসরু
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, তা কেউ বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণকে জিম্মি করে কেউ কোনো স্বার্থ আদায় করতে পারবে না।
শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে বিএনপি আয়োজিত তারুণ্যের সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, "আজকে এখানে তামিমকে দেখে বলতে ইচ্ছে হচ্ছে—চট্টগ্রামের তরুণরা ছক্কা মেরে দিয়েছে। এই তরুণরাই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হঠানোর মূল শক্তি। ওয়াসিম আকরামের জীবন দিয়ে আন্দোলন সফল করেছে। সেদিন ছাত্রদল, যুবদল বুক পেতে গুলির সামনে দাঁড়িয়েছিল। গণতন্ত্র, মানুষের মালিকানা এবং অধিকার ফিরিয়ে আনতে তারুণ্যই লড়াই করেছে।"
আরো পড়ুন
তিনি আরও বলেন, "১৬-১৮ বছর ধরে আমরা আন্দোলন করছি। মামলা, হামলা, গুম-খুনের শিকার হয়েছি। অনেক নেতাকর্মী পুলিশ হেফাজতে প্রাণ হারিয়েছেন। এত ত্যাগের পর অর্জিত গণতন্ত্র যেন কেউ জিম্মি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।"
আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আমীর খসরু বলেন, "যাদের আদর্শ, দর্শন ও কর্মসূচি আছে, তাদের জনগণের কাছে যেতে হবে। কিন্তু কোনো গোষ্ঠীর স্বার্থে দেশকে জিম্মি করা যাবে না। জনগণের মধ্যে নতুন যে ভাবনা তৈরি হয়েছে, সেটিকে গুরুত্ব দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।"
তিনি আরও জানান, "নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা এখন শোনা যাচ্ছে, সেটা অনেক আগেই বিএনপি বলেছে। খালেদা জিয়া এবং তারেক রহমান বারবার সে বিষয়ে জনগণকে আশ্বস্ত করেছেন।"
এই সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো তরুণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে আরও বক্তৃতা করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।