ঢাকার রাজপথে উত্তাপ, ইন্টারকন্টিনেন্টালে 'মার্চ টু যমুনা'

সরকারি রোডম্যাপ না পেয়ে 'মার্চ টু যমুনা' ঘোষণা, শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত গণজমায়েত থেকে তিনি এ ঘোষণা দেন।

ঘোষণার পর আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে যমুনার (রাষ্ট্রীয় অতিথি ভবন) অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে অবস্থান নেন।

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে হাসনাত জানান, নির্ধারিত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না এলে যমুনা অভিমুখে যাত্রা শুরু হবে।

এ সময় তিনি বলেন, “যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি, তাই আমরা শাহবাগ থেকে যমুনার কাছাকাছি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিচ্ছি।”

বিকেলে অনুষ্ঠিত গণজমায়েত থেকে হাসনাত বলেন, “যে শাহবাগ থেকে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল, সেই শাহবাগ থেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে।” দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

জুলাইয়ের গণহত্যার অভিযোগ তুলে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করে এনসপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনে সংহতি জানিয়ে আরও কয়েকটি রাজনৈতিক দল যোগ দেয়। সড়ক অবরোধের ফলে শাহবাগসহ আশপাশের এলাকার যান চলাচল বন্ধ ছিল। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহনগুলো চলাচলের অনুমতি দেওয়া হয়।