কোনো শক্তিই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না: ফখরুল
চক্রান্ত-ষড়যন্ত্র ব্যর্থ করতে তরুণদের জাগ্রত হওয়ার আহ্বান ফখরুলের
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের উদ্দেশে তিনি বলেন, "তোমাদের সজাগ থাকতে হবে, যাতে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া যায়।"
শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত 'তারুণ্যের সমাবেশ'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, “বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। তারা দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধু জনগণকে নির্যাতন করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে।” এ সময় তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেন, “এই দুঃশাসনের অবসানে সকলকে একত্র হতে হবে।”
তিনি বলেন, “জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, গার্মেন্টস খাতের ভিত্তি গড়ে দিয়েছিলেন, দেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন। কেয়ারটেকার সরকার ব্যবস্থা এনেছিলেন খালেদা জিয়া। আজকে ইতিহাস বিকৃতির মাধ্যমে সেসব ভুলিয়ে দেওয়া হচ্ছে।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা ব্যবসা চাও, চাকরি চাও, শান্তিপূর্ণ শিক্ষাঙ্গন চাও, স্বাধীনভাবে কথা বলার অধিকার চাও—এই অধিকার প্রতিষ্ঠা করতেই আমাদের আন্দোলন।”
চট্টগ্রামে জুলাইয়ের আন্দোলনে নিহত ওয়াসিমের প্রসঙ্গে ফখরুল বলেন, “ওয়াসিমের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতার সূচনা হয়েছে। তাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না করাটা দুঃখজনক। আমরা আশা করি সরকার এই অবিচার সংশোধন করবে।”