জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই ঘোষণা নিয়ে কোনও ধরনের টালবাহানা সহ্য করা হবে না। নতুন কোনও স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না।
শনিবার (১০ মে) দিবাগত রাত ৩টায় শাহবাগ মঞ্চে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন হেফাজত নেতা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী ও মাওলানা হাসান জামিল।
মামুনুল হক, ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রায় এক বছর ঘনিয়ে আসছে। এই সময়ে কথা উঠেছিল ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনও চেষ্টা হচ্ছে কিনা। কিন্তু আজকে ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তাদের রাজনৈতিক খায়েস পূরণ হতে পারে না। গণহত্যাকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে।
তিনি বলেন, সোহরাওয়ার্দী থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।
পতিত সরকারের মন্ত্রী-এমপিদের বিচার করতে হবে। তাদের বিচারের আগে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করতে। আজ একটি দাবি পূরণ হয়েছে। এ জন্য শুকরিয়া আদায় করছি।
খুনি হাসিনাসহ তার সব সহযোগীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণা করতে হবে। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ। কিন্তু জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। জুলাই ঘোষণার আলোকে আগামীর বাংলাদেশ নির্মাণ হবে।
তিনি বলেন, এ জাতি অকৃতজ্ঞ নয়। হাসনাত-সারজিসের ডাকে মানুষ মাঠে নেমেছে। আমরা আর বিভাজনের রাজনীতি চাই না।