সব ধর্মের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব ধর্মের সম্মান ও মর্যাদা রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।
শনিবার (১০ মে) রাতে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সর্বাপেক্ষা পবিত্র উৎসব। এই দিবসটি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, এবং এই পূর্ণিমা দিবসেই তাঁর জীবনে ঘটে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা—জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ। তিনি বলেন, অহমবোধ অতিক্রম করে গৌতম বুদ্ধ অসীম জ্ঞান অর্জন করেছিলেন। এই শুভ উপলক্ষে তিনি বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়কে শুভ বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে বিশ্বব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিও তার শুভেচ্ছা ও সম্মান জানান।
তিনি আরও বলেন, মহামানবদের বাণী সব সময় সত্য ও কল্যাণের পথ দেখায়, মানুষকে অনুপ্রাণিত করে সংকট ও বিভ্রান্তি অতিক্রম করে ন্যায়ের পথে চলতে। গৌতম বুদ্ধ ছিলেন অহিংসা, সাম্য এবং ন্যায়ের প্রতীক। তাঁর শিক্ষা আত্মসংযম ও আত্মপ্রতিষ্ঠার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তাঁর সহানুভূতিশীল বাণী ছিল আলোকিত জ্ঞানের প্রতিফলন।