জন সিনার ইনস্টাগ্রামে কোহলির ছবি কেন

জন সিনা ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

ক্রিকেটের বড় তারকা ভারতের বিরাট কোহলি। অন্যদিকে, ‘ডব্লিউডব্লিউই‘ তারকা জন সিনাও নিজের অঙ্গনে পরিচিত মুখ। সম্প্রতি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা কোহলির একটি ছবি দিয়ে আলোচনায় এসেছেন সিনা।

 

আজ বুধবার কোহলির একটি ছবি নিজের দুই কোটির বেশি অনুসারীর ইনস্টাগ্রামে আপলোড করেন সিনা। যেখানে কোহলির হাতে ছিল আংটি। আর দিয়েছেন সিনার বিখ্যাত ‘ইউ কান্ট সি মি’ পোজ। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের সব সদস্যকে এই আংটি দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। 

কয়েকদিন আগেই আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচের আগে বেঙ্গালুরু একটি ভিডিও পোস্ট করে। সেখানেই কোহলিকে জন সিনার ট্রেডমার্ক ‘ইউ কান্ট সি মি’ ভঙ্গি করতে দেখা যায়।

চলমান আইপিএল আসরে বেঙ্গালুরু ও কোহলি দারুণ ফর্মে আছেন। এখনো পর্যন্ত চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে বেঙ্গালুরু। আর এই ম্যাচগুলোতে দুই হাফ সেঞ্চুরিসহ ১৬৪ রান করেছেন ৩৫ বছর বয়সী কোহলি। এই মৌসুমেই দীর্ঘ ১৭ বছর পর চেন্নাইয়ের চিপকে জয় পেয়েছে বেঙ্গালুরু। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে জয়খরা কাটিয়েছে এক দশক পর। 

এদিকে, জন সিনাও নিজের অঙ্গনে বেশ ভালো অবস্থানে আছেন। আগামী ২০ এপ্রিল যুক্তরাষ্ট্রের নেভাদায় রেসলম্যানিয়া ৪১-এ তিনি কোডি রোডসের মুখোমুখি হবেন। সেখানে জয় পেলে সিনা ১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বেন। তাতে ভাঙতে পারবেন রিক ফ্লেয়ারের সঙ্গে তার বর্তমান রেকর্ড।